পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুরে উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। গত ১৪ জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে উপজেলা চত্ত¡র হতে একটি র্যালী পার্বতীপুর বাসর্টামিনাল শেষ হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ বিন মনসুর সহকারী কমিশনার (ভুমী) পার্বতীপুর, পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, পার্বতীপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদল, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমান প্রমুখ। এই বিজ্ঞান মেলায় উপজেলা সরকারী বে-সরকারী স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রযুক্তি দিয়ে সাধারণ মানুষদের চিত্র দেখানো হচ্ছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুরে উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ ৪৬তম বিজ্ঞান মেলা আগামী বৃহস্পতিবার মেলাটি শেষ হবে।