প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
বাঘা থানার নিরাপত্তায় সেনাবাহিনী ও আনসার
বাঘা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাঘা থানায় রাষ্ট্র সংস্কার আন্দোলনে বর্তমান পরিস্থি তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপ ত্তায় কাজ করছে সেনা বাহিনী ও আনসার সদস্যরা।
রবিবার (১১ আগস্ট) তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের কোন সদস্যকে থানায় দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
বাঘা থানায় কর্তব্যরত আনসার বাহিনীর ইউনিয়ন কমান্ডার এবাদুল্লাহ জানান, গত বুধবার থেকে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার বাহিনীর সদস্যরা।
থানায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম জানান, পুলিশকে আগের মতো কাজে ফিরিয়ে আনার জন্য এবং সাহস যোগাতে গত শুক্রবার রাত থেকে থানায় কাজ করছেন।
নিরাপত্তাহীনতায় যারা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তাদের কেউ কেউ থানায় আসছেন, দেখা করছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের অনেকেই থানায় আছেন। তবে দুই দিনের মধ্যে স্বতঃফূর্ত ভাবে আগের মতো কাজ শুরু করবেন।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.