জয়পুরহাট প্রতিনিধিঃ ভীর রাতে জয়পুরহাটে থানায় চুরি করতে আসা আরিফ ও নাহিদ নামে দুই যুবককে আটক করেছে সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে জয়পুরহাট সদর থানায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের মফিজুলের ছেলে আরিফ হোসেন (২০) ও গোলাম রব্বানীর ছেলে নাহিদ হোসেন (২২)।
থানায় পাহারারত আনসার সদস্যরা জানান, পুলিশ সদস্যরা না ফিরতে পারায় জয়পুরহাটে অরক্ষিত সদর থানায় শুক্রবার রাতে আনসার সদস্যরা পাহারা দিচ্ছিলেন। একপর্যায়ে গভীর রাতে থানার ভেতরের সিঁড়ির নিচে তারা দুই যুবককে দেখতে পান। ওই সময় চুরি করতে আসা ওই দুই যুবক দ্রুত থানার বাইরে পালিয়ে যায়।
তবে পালানোর সময় তাদের একজন সড়কে পাহারারত শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে। আর অপরজনকে আনসার সদস্যরা আটক করতে সক্ষম হয়। একপর্যায়ে তাদের কাছ থেকে দুটি তাজা গুলি ছাড়াও ছুরি উদ্ধার করা হয়।
উল্লেখ, গত ৫ আগস্ট জয়পুরহাট সদর থানায় আগুন দেয়ার পাশাপাশি থানায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে রোভার স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ছাড়াও আনসার সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা থানা পাহারা দিচ্ছেন।