প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
নবাবগঞ্জে তারুণ্যের উৎসব -২০২৫ উদ্ যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
এম সাজেদুল ইসলাম সাগর নবাবগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি সো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব - ২০২৫ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাউদপুর ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়োজন কারা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় চেয়ারম্যান মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, বিশেষ অতিথি দাউদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মজিবুল ইসলাম মন্ডল, মোঃ মোফাখ্খারুল ইসলাম চৌধুরী সহযোগী অধ্যাপক, দাউদপুর কারিগরী মহাবিদ্যালয়,ইউনিয়ন পরিষদের সকল সদস্য,সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দাউদপুর ফুটবল একাডেমির প্রতিনিধি মোঃ কবীর হোসেনসহ এলাকার উৎসুক জনতা উপস্থিত ছিলেন ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পৃথিবীকে পরিবর্তন করতে তরুণদের ভূমিকা অতুলনীয়। সম্প্রতি বাংলাদেশের তরুণরা রাজপথে নেমেছে সব ধরনের বৈষম্যকে রুখে দিতে, যা খুবই প্রশংসনীয়।
ওই সংগ্রামে প্রাণ যাওয়া কয়েক শ তাজা প্রাণের মধ্যে অধিকাংশই তরুণ। নিশ্চিত মৃত্যু জেনেও প্রাণনাশক অস্ত্র, গোলাবারুদ কিংবা টিয়ার গ্যাসকে আলিঙ্গন করেছিল এ-ই তরুণরা, তবুও মাথা নত করেনি কোনো অপশক্তির কাছে।
সভাপতি মোঃ আহসান হাবীব তাঁর বক্তব্যে, আগামীর বাংলাদেশে তরুণরা সব ধরনের বৈষম্যমূলক প্রথার অবসান করে একটি আদর্শিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। সেই বাংলাদেশে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ কিংবা দখলদারির রেশ।
দাউদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায়
কর্মশালায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপরেটার নিতাই চন্দ্র,সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।,স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.