সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমানকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে মঙ্গলবার(১৪জানুয়ারি)বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে উপজেলার সকল ইউনিয়ন থেকে বিএনিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিল শেষে সন্ধ্যায় সাঁথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শামসুর রহমান বলেন,আমি ১৯৮০ সাল থেকে ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতি শুরু করে আজও দলের সাথে আছি এবং থাকব। গত ১৪ নভেম¦র(২০২৪)সাঁথিয়া উপজেলা বিএনপির যে আহবায়ক কমিটি করা হয়েছে তা অবৈধ। কমিটিতে অনেক ত্যাগি নেতরাও বাদ পড়েছেন। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতেই বিধিবহির্ভ‚তভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। এ বিষয়ে আমি দলের ঊর্ধ্বতন নেতাদের অবগত করেছি। তিনি বহিস্কার আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা কাজী রাফিকুল ইসলাম,ফজলুল বারী সান্টু,আজিমুদ্দিন,শাহজাহান আলী,ফজলুল হক,হারুন-অর রশিদ মজনু,শাহানুর আলম পিন্টুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য,দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ১২জানুয়ারি সন্ধায় পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের চিঠি প্রদান করা হয়। একইসঙ্গে তাকে কেন্দ্রীয় কমিটির নিকট স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করেছেন তারা।