গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলার কালীকৃষ্ণপুর এলাকার শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে মারজান আহমদের শুভেচ্ছা বক্তব্যেও মাধ্যমে দ্বিতীয় দফায় শতাধিক কম্বল বিতরণ করে গরীব অসহায় মানুষের মুখে হাসি ফোটালো বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ।
প্রতিষ্ঠাকালীন সদস্য জগলু আহমদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক এম জয়নাল আবেদীন জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহরাইন শাখার অর্থ সম্পাদক রিপন আহমদ, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম, সৌদি আরব শাখার সহসভাপতি শরীফ উদ্দিন, সৌদিআরব শাখার ধর্মবিষয়ক সম্পাদক কয়েস আহমদ, বাহরাইন শাখার সহপ্রচার সম্পাদক দুলাল আহমদ প্রমুখ।
এর আগে শনিবার দিনব্যাপী উপজেলার মেহেরপুর বাজারে হাজি পাখি মিয়ার সভাপতিত্বে সমাজসেবক সাগর আহমদ ফুলু ও জগলু মিয়ার যৌথ সঞ্চালনায় শরীফগঞ্জ ইউনিয়নের কালার বাজারে বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্টাকালীন সদস্য, উপদেষ্টা সদস্য ও আজীবন সদস্যবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে সম্মাননা প্রদান ও সাড়ে ৭শ শুভাকাঙ্ক্ষী মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে বক্তব্য হারুন আহমদ দুদু, জগলু মিয়া, মেহেরপুর বাজারেরর বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক রোহেল আহমদ রানা, কানাডা প্রবাসী বিলাল আহমদ, কাতার প্রবাসী আলম আহমদ, সুহেল আহমদ, জাহাঙ্গীর আহমদ, ওমান প্রবাসী আব্দুর রহিম, মারজান আহমদ প্রমুখ।