ইয়ানূর রহমান : সোমবার দুপুরে যশোরে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। শহরের আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের জিরো পয়েন্ট দড়াটানায় গিয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলটিতে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শেখ আাতিকুর বাবু জানিয়েছেন, সারাদেশে হত্যা-ক্যু, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গায়েবী মামলা দেয়া ছাড়াও সন্ত্রাস নৈরাজ্য চালানো ও ‘৭২ এর সংবিধান নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা সহ সকল ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। #