প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
বাঘায় ৮ মামলার আসামি মাদক-সহ র্যাবের হাতে আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ৮ মামলার আসামি মাদক বিক্রেতা চপল আলীকে আটক করেছে রাজশাহী র্যাব। শনিবার ভোর রাতে (১১ জানুয়ারি ২০২৫) বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আলাইপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। চপল আলী উপজেলার সীমান্তবর্তী আলাইপুর গ্রামের মৃত খামেদ আলীর ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী র্যাব-৫।
র্যাব-৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, আলাইপুর নামক এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী নিজ বসত বাড়িতে অবৈধ মাদক দ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের আভিযানিক দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং উক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে চপল আলী (৩৮) কে আটক করে।
এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে নিজ শয়নকক্ষের অ্যাটাচড বাথরুমের লো-কমোডের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত বলেও নিশ্চিত করেন র্যাব। তার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যা চেষ্টা-সহ সর্বমোট ৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে বাঘা থানায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও হেরোইন হস্তান্তরসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.