বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-মুন্সীঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে র্ফানেস ওয়েল ভর্তি ওটি বিন জামান-১ ছিনতাই করে ৩ কোটি টাকা মূল্যের ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করার ঘটনায় মামলা হয়েছে। কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি লুট করা তেল।
শুক্রবার(১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চর মুক্তারপুরের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ডাকাতির অপরাধে ৩৯৫/৩৯৭ ধারায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার তিন দিনেও ফার্নেস অয়েল উদ্ধার কিংবা ডাকাতদের শনাক্ত করা যায়নি। মামলার বাদী হয়েছেন জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিসার শিপিং লাইন্সের অপারেশন ম্যানেজার ফজলে খোদা। এতে ৭-৮ জন অজ্ঞাত ডাকাতকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, জাহাজটি ৩৬০ দশমিক ০৩৬ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের সামিট ঘাট থেকে গাজীপুরের কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে রওনা হয়ে শুক্রবার সাড়ে ৬টায় ডাকাতির কবলে পরে। ইঞ্চিন চালিত একটি ট্রলারে করে পেছন দিক থেকে লাফিয়ে অয়েল ট্যাংকারে উঠে চালকসহ সকলকে জিম্মি করে ফেলে। এই সময় প্রত্যেকের হাতে রাম দা ছিল বলে উল্লেখ করা হয়।