প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে অবস্থিত কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বরিবার (১২ জানুয়ারি) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উক্ত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কম্বল তুলে দেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.