প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ "সুস্থ দেহ, সুন্দর মন" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ শুরু হয়েছে। আজ শনিবার সন্ধায় (১১ জানুয়ারি) ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে শওকত হোসেন তালুকদার স্মৃতি সংসদ এই টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সালাহ্ উদ্দিন খান মিলকী সভাপতিত্বে সদস্য সচিব মোখলেছুর রহমান ও শফিউল আলম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, মোঃ মেহেদী হাসান তালুকদার অন্তর ও জুনায়েদ হোসেন তালুকদার প্রান্তর প্রমুখ।
শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মেহেদী হাসান তালুকদার অন্তর জানান, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ৩২ টি টিম অংশগ্রহণ করছে, খেলাটি নক আউট সিস্টেমে অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.