শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি১১জানুয়ারী২০২৫খ্রি.শনিবারঃ ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ সমাজ কল্যাণ উপ পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারী ২০২৫খ্রি. শনিবার দুপুর সাড়ে ১২টায় পৌর সদরে অবস্থিত রইছুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংক্ষিপ্ত বক্তব্য রাখেন রইছুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ্ত কুমার বিশ্বাস, বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক শামসুন্নাহার নিহার,সাংগঠনিক সম্পাদক তুরিন শাহরিয়ার,লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম ও সমাজ কল্যান সম্পাদক প্রীতি কনা ভাদুরীসহপ্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন রইছুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আক্কাস আলী মোল্যা, মোঃ রাশেকুল আমীন ও মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার অফিস সহকারী জেসমিন ইসলাম। অনুষ্ঠানে প্রায় দুই শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়েছে।