রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তেঁতুলিয়া মডেল থানার বিজিবির নিরাপত্তায় স্বাভাবিক কার্যক্রম শুরু

তেঁতুলিয়া মডেল থানার বিজিবির নিরাপত্তায় স্বাভাবিক কার্যক্রম শুরু

৯৩ Views

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮ ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার কার্যক্রম স্বাভাবিক হতে চলেছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া মডেল থানার স্বাভাবিক কার্যক্রম চালূ করতে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাকে সাথে নিয়ে এ কার্যক্রমের নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক।
সকাল থেকেই কর্মস্থলে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি করছিলেন তেঁতুলিয়া মডেল থানার পুলিশের সাধারণ সদস্যরা। পরে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিক্ষোভরত পুলিশ সদস্যের সাথে কথা বলেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও ১৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জিয়াউল হক। আলোচনা শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।
পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, চলমান ঘটনার সমস্যা দূরীকরণে থানাতে আমাকে পুলিশকে একাত্ববদ্ধতা করা, পুলিশকে সাধারণ কাজকর্মে ফেরত যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা এই কাজগুলো আমরা সবখানেই করি। গতকাল রাতে সদর ও বোদা থানায় করা হয়েছে। আমরা আজ আটোয়ারী ও দেবীগঞ্জ থানায় যাব ও এবং পুলিশ লাইনসে যাব। যেহেতু আমি পুলিশের লিডার (সুপার) নেতৃত্ব দেই, আমার উপর সবার আস্থা রয়েছে। সমস্ত পঞ্চগড় জেলার পুলিশের আমার প্রতি আস্থা রয়েছে। আমরা সবার সাথে কথা বলবো।
তিনি আরও বলেন, এখন কথা হচ্ছে যে জাস্টিস। সমস্ত লেভেলে জাস্টিস নিশ্চিত করতে হবে। জাস্টিস, ন্যায় বিচার করতে হবে। সমস্ত সাধারণ মানুষ ও সমস্ত সরকারি দপ্তর এবং বাংলাদেশের পুলিশের সাথে যে আজকে যে অকারণে না বুঝে ইমোশনালি সাধারণ পুলিশ যারা কোন অন্যায় করেনি। আপনারা আমাদের পুলিশ বাহিনীর দুই লাখ ত্রিশ হাজার সদস্য। দুই লাখ সদস্যের মধ্যে কিছু সংখ্যক অপরিচ্ছন্ন, অপেশাদার আচরণ করেছে। সবাই কি অপরিচ্ছন্ন অপেশাদার? সাধারণ ভাবে আমাদের উপর ইনজাস্টিজ করা হয়েছে। এ সময় তিনি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের প্রতি যে বৈষম্য তৈরি হয়েছে তা দূর করতে হবে।
পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জিয়াউল হক বলেন, পুলিশ তার স্বাভাবিক কাজকর্মে ফিরে আসুক। বিজিবি সীমান্তবর্তী এলাকায় সকল কাজকর্মে এবং স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে সর্বত্র সহায়তা করবে। আমরা নিশ্চিত করেছি সকলের সাথে কথা বলে এবং তারা আশস্ত হয়েছে। ইনশাআল্লাহ খুব তারাতারি আমরা পুলিশকে তাদের স্বাভাবিক কাজকর্মে দেখবো।

Share This

COMMENTS