জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ঔষধ ও শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার (৬ ডিসেম্বর ) দুপুরে সদরের চেলাছড়া গির্জায় খাগড়াছড়ি রিজিয়নের আওতায় ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। চিকিৎসা সেবা উদ্বোধন করেন, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডার লেঃ কর্নেল রাকিবুল ইসলাম।
এসময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদ, গাইনি বিশেষজ্ঞ মেজর ডাঃ তুর্ফা তুনাজ্জিনা, খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন। দুর্গম তিন শতাধিক রোগীদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ এছাড়া দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। খাগড়াছড়ি সেনা রিজিয়নের এই উদ্যোগ স্থানীয়রা কৃতজ্ঞতা ও প্রশংসা জানান।