আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জে দ্য কুরআনিক স্কুলের উদ্বোধন ও অভিভাবক সমাবেক অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী (বুধবার) সকালে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের সমাজ সেবক ডা. ওয়াজেদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাফেজ মাওলানা মোঃ মোশারফ হোসেন। দ্য কুরআনিক স্কুল উদ্বোধন করেন বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মোনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের আক্বিদা ও দাওয়াহ বিভাগের শায়খ ফজলে রাব্বি মাদানী, রাণীগঞ্জ দ্য কুরআনিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোজাম্মেল হক, এসময় উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন মিয়া। প্রধান প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মনতাজুর রহমান সাদ্দামসহ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।