মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি :; ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রাম থেকে স্কুল পড়–য়া এসএসসি পরীক্ষার্থী মোঃ রাকিব হোসনে (২০) নিখোজ। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপর রামভদ্রপুর গ্রামের সোহরাব মন্ডল গত ২৭/১২/২০২৪ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী সূত্রে জানান যায়, পুত্র মোঃ রাকিব হোসেন গত ২৬/১২/২০২৪ইং রামভদ্রপুর থেকে ফুলবাড়ীতে আসার পথে সে নিখোজ হয়। সোহরাব মন্ডল জানান, মোঃ রাকিব হোসেন রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে খোজ খবর নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায় নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তার মা ফরিদা ইয়াসমিন ছেলের শোকে কাতর হয়ে পড়েছে। কোন সহৃদয় ব্যক্তি তার খোজ পেলে নি¤œ মোবাইল নং-০১৭২৭২৫৬৩৭৭ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পিতা। এই ঘটনায় তার পিতা সোহরাব মন্ডল ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছে। যাহার জিডি নং-১৩৮৩, তারিখ: ২৭/১২/২০২৪।