আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫০ পিস ইয়াবাসহ নগদ পাঁচ হাজার টাকা। রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় পৌরশহরের ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন ছিলেন, পৌরশহরের ২নং ওয়ার্ডের সুজন (২৬), পারভেজ (২৭), এবং রানা মিয়া (৪৭)। গোপন সংবাদের মাধ্যমে পৌরশহরের ইসলামপুর রানার ফার্নিচারর সামনে ওই তিনজন ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এসময় সুজনের কাছে ২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির পাঁচ হাচার টাকা, পারভেজের কাছে ১৫ পিস এবং রানার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানের সময় আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান চলছে। তারা প্রত্যেকেই মাদক কারবারের সাথে সক্রিয় ভাবে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনকে আসামি করে ইজাহার দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদেরকে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।