মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামে প্রদীপ কুমার সরকারের শতাধিক বছরের পুকুর প্রতিপক্ষ বজরুক শমসের নগর গ্রামের মোঃ সালাম শাহ্ দখলের চেষ্টা করছে এবং পুকুরের পাড় কেটে জমি বার করছে। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামের মৃত নিরদ চন্দ্র সরকারের পুত্র প্রদীপ কুমার সরকারের গত ২৬/১২/২০২৪খ্রি. তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, প্রদীপ কুমার সরকার দীর্ঘ ১০০ বছর আগে তার দাদার আমল থেকে ঐ পুকুরটিতে মাছ চাষ করে আসছিল। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলন বৈষম্য ঘটনার পর থেকে সালাম শাহ্ পুকুরটিতে গিয়ে জোরপূর্বক পুকুরের মাছ তুলে নিয়ে যান এবং পুকুরটি দখল করার চেষ্টা করেন। গত ০৬/০৭/২০২৪ ইং তারিখে পুকুরের পাড়ে থাকা মাছ পাহারার ঘর প্রতিপক্ষ সালাম শাহ্ আগুন লাগিয়ে পুড়িয়ে দেন বলে অভিযোগ উঠেছে এবং পুকুরে ছাড়া মাছ তুলে নিয়ে যান। এতে তার ৭ লক্ষ টাকার ক্ষতি হয়। এই ঘটনায় প্রদীপ কুমার সরকার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করে দেন এবং সালাম শাহ্ থানায় লিখিত কাগজে স্বাক্ষর করেন যে তারা ঐ পুকুরে আর কখনও যাবে না। ২৩/১২/২০২৪খ্রি. তারিখে সকাল ৯টায় পুকুর পাড়ে গিয়ে পুকুরের পূর্ব দিকের পাড় কেটে জমি বার করেন। তার ভাতিজা সূর্য চন্দ্র দাস বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় প্রতিপক্ষ সালাম শাহ্ কে কোন কথা না বলে চলে আসেন। ২৩/১২/২০২৪খ্রি. তারিখে দুপুর ১টায় পাঠকপাড়া বাজারে সালাম শাহ্ এসে ক্ষিপ্ত হয়ে প্রদীপ কুমার সরকারকে মারপিট করার জন্য এগিয়ে আসে। স্থানীয় লোকজন সেখানে থাকায় মারপিট করতে না পেরে চলে যান। এই ঘটনায় প্রদীপ কুমার সরকার সালাম শাহ্ (৪৫) কে বিবাদী করে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পাঠকপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম ও মোঃ আফতাব সরকার জানান, দীর্ঘ ১শত বছর ধরে প্রদীপ সরকারের পরিবার ঐ পুকুরটিতে মাছ চাষ করে আসছেন। কিন্তু প্রতিপক্ষরা বিবাদ সৃষ্টি করে পুকুর দখলের চেষ্টা করেন। এছাড়া পুকুরের পাড়ে লাগানো গাছগুলি কেটে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।