সাঁথিয়া( পাবনা) প্রতিনিধি:পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বাবু উপজেলার ডহরজানি গ্রামের শহিদ আলীর ছেলে। বৃহ¯পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধুলাউরি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের ক্ষতে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বুধবার(২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যাক্তি বাবুকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার দাবি করে জানায়, গতকাল বুধবার রাতে আব্দুল ওহাব ফকির নামের এক ব্যাক্তি বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি আসেনি। তাকে শ্বাসরোধে হত্যার করা হয়েছে বলে অভিযোগ তাদের।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।