পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট হিন্দুপাড়ায় জমি কিনে বিপদে পড়েছে ৫টি পরিবার। অভিযোগ সূত্রে জানা যায় মোঃ কামরুজ্জামান প্লাবন, মোঃ জয়নাল আবেদীন, অপিয়া বেগম, মোঃ আতিয়ার রহমান ও ফিরোজা বেগম গং শ্রী সতীশ চন্দ্র রায়ের নিকট ১৯৯৪ থেকে ৯৮ সালের মধ্যে পর্যায়ক্রমে ৭০ শতাংশ জমি ক্রয় করে, ক্রয় সূত্রে ধরে দীর্ঘদিন ভোগদখল করে আছেন, এরইমধ্যে শ্রী সতীশ চন্দ্র রায়ের দূরসম্পর্কের আত্মীয় শ্রী সবেন চন্দ্র রায় ২০১৪ সালে একটি জাল দলিল উপস্থাপন করে এলাকার কিছু কৌশলবাজ লোকজনকে সাথে নিয়ে তাদের যোগসাজশের মাধ্যমে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে জমি দখলে নেওয়ার চেষ্টা চলমান রেখেই বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তির নিকট জমি বিক্র ও বায়নার টাকা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ক্রয় সূত্রে ভোগদখল করে আসা জমির প্রকৃত মালিকদের হয়রানি করে মোটা অংকের টাকা দাবি করছেন। এমতাবস্থায় নিরুপায় হয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আইনের আশ্রয় নিলে বিজ্ঞ আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে জমির সঠিক কাগজপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও অভিযুক্ত শ্রী সবেন চন্দ্র রায় আদালতের আদেশ অমান্য করে একাধিকবার ভাড়াটে লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করেন।সর্বশেষ অভিযুক্ত শ্রী সবেন চন্দ্র রায় ২৯/১০/২৪ ইং তারিখে আদালতে উপস্থিত হয়ে সময় প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন। এরইমধ্যে মধ্যে অভিযুক্ত শ্রী সবেন চন্দ্র রায় অতি গোপনে উক্ত ৭০ শতাংশ জমির মধ্যে ৫৩ শতক জমি একই এলাকার মোঃ গোলাম রাব্বানীকে ৪৭ শতক কামরুজ্জামানকে ৩ শতক ও মকছেদুল ইসলাম এর নিকট ৩ শতক জমি ১৯/১২/২৪ ইং তারিখে ৭৩৩২ নং দলিল মূলে ৩ লাখ ৯০ হাজার টাকায় বিক্রয় করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিকে কেন্দ্র করে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। অপরদিকে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে অভিযুক্ত ব্যক্তিরা বারবার জমি দখলে চেষ্টায় বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন চলমান রাখায় আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা ভুক্তভোগী পরিবার গুলো। এমন পরিস্থিতিতে সমাজের দায়িত্বশীলদের হস্তক্ষেপ ও আইনের সুবিচার কামনা করেন ভুক্তভোগী পরিবার গুলো।এ ঘটনায় অভিযুক্ত শ্রী সবেন চন্দ্র রায় সহ তার সঙ্গপাঙ্গদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।এ ঘটনার ভুক্তভোগী কামরুজ্জামান প্লাবন বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সংঘাত চাইনা আশা করছি বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা কষ্টে টাকায় কেনা জমির প্রকৃতি মালিক হিসাবে ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।