প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একনারী খুন
মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার কসবা গ্রামের (বিজলীপাড়া) একায় আজ বুধবার ২৫সে ডিসেম্বর সকাল ৯" টায় আলমের পিয়ারা বাগানে রুলিয়ারা (সাজনি) ৫৫ ছাগল চরাতে গেলে মুখোস পরিহিত দুই জনব্যক্তি তাকে এলোপাথাড়ি ভাবে হাসুয়া চাকু দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় যখন করে পালিয়ে যায়। এলাকাবাসীর তথ্যমতে ভিকটিমের মাদকাসক্ত স্বামী একরামুল হক ৬০ এর দ্বিতীয় স্ত্রী রুলিয়ারা(সাজনি)'র সাথে পারিবারিক কলহের জেরে দ্বন্দ বাধে, সেই জেরে স্বামী তার স্ত্রী রুলিয়ারা সাজনি (৫৫) কে হাসুয়া চাকু দিয়ে এলোপাথাড়ি ভাবে যখমকরে পালিয়েছে বলে ধারনা করছে । এলাকাবাসী ও স্বজনরা জানায় রুলিয়ারা(সাজনি)'র আগের স্বামী ও সন্তানরা তাকে উদ্ধার করে প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তার মূত্যৃ হয়।
এ ব্যাপারে নাচোল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, খবর পেয়ে, টহল টিম সেখানে গিয়ে জানতে পারে , কে বা কাহারা মেরে যখম করেছে। তবে নিহতের স্বামী পালাতক রয়েছে, এ ব্যাপারে পুলিশি তদন্ত অব্যাহত আছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.