প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ
উখিয়ায় ২৪ ঘন্টা না যেতে আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রায় ৫শতাধিক অস্থায়ী ঘরবাড়ি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে নিহত হন শিশুসহ দুইজন। ক্ষতিগ্রস্থ হওয়ার চিহ্ন ভেসে না উঠতেই ২৪ ঘন্টা পার না হতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্যাম্প-৪ ডাব্লিউতে। এতে পুড়ে যায় তিনটি অস্থায়ী ঘর।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন,"সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ক্যাম্প-৪ ডাব্লিউতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর আসে। খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গা ভলান্টিয়ারদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তিনটি অস্থায়ী ঘরবাড়ি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.