প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
মধুপাড়া সীমান্তে ৩১ বিজিবি’র অভিযানঃ ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১১৮ বোতল ভারতীয় মদ ও একটি দেশীয় অটোরিকশা (ইজিবাইক ) জব্দ করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধীনস্থ মধুপাড়া বিওপি ক্যাম্পের ৬ সদস্যের একটি টহল দল আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কালে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে রাস্তার পার্শে মালিক বিহীন অবস্থায় একটি অটোরিকশা (ইজিবাইক ) দাড়িয়ে থাকতে দেখে সেটিতে তল্লাশি চালিয়ে ১১৮ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ, এমসি ডয়েলস্ ও আইস ভদকা মদ জব্দ করে।
জব্দকৃত এসব মদ নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.