প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
রাজশাহী বাঘায় অবৈধ পুকুর খননে ৫০ হাজার টাকা জরিমানা।
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাডা গ্রামে ৫ বিঘা ৩ ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খাননের দায়ে প্রাথমিক সতর্ক আর্থিক জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্যাট সাবিহা সুলতানা ডলি রাস্ট্রীয় ভূমি আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বাঘা পৌর এলাকার বলিহার হাজীপাড়া গ্রামের নাজমুল হকের ছেলে মাইনুল ইসলাম কে অবৈধ পুকুর খননের দায়ে ভূমি আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমা আদালতের ম্যাজিস্ট্র্যাট সাবিহা সুলতানা ডলি বলেন, ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খননের দায়ে ভূমি আইনে জমির মালিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। কোন ভাবেই অবৈধ পুকুর খনন বা জমির শ্রেণী পরিবর্তন করতে দেওয়া হবে না।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.