মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে গত দুইদিনে ইটভাটার মাটি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টর চাপায় দুইজন নিহত ও দুইজন আহতের ঘটনায় অবৈধ ইটভাটা ও পরিবহনের বিরুদ্ধে করনীয় বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি এবং সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন।
মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিনের কার্যালয়ে ওই মতবিনিময় সভাটি অনু্িষ্ঠত হয়। এ সময় করনীয় বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূঁমি) মোঃ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, সেনবাগ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক,স্বেচ্ছাসেবী রবিউল ইসলাম রবি প্রমুখ।
এ সময় উপস্থিত সাংবাদিক,ছাত্র প্রতিনিধিরা অবৈধ ব্রিকফিল্ডের মাটিরপরবিহন কাজে ব্যবহৃত ট্রাক্টর চাপায় দুইজন নিহত ও দুইজন আহতের ঘটনায় উদবেগ প্রকাশ করেন এবং এর জন্য দ্রæত ব্যবস্থা নেওয়ার দাবী জানান। এতে ফসলী জমিন থেকে মাটি কাটা বন্ধ, সড়কে অবৈধ ট্রাক্টর, ফিটনেন্স বিহীন যানবাহন বন্ধ, লাইন্সেস বিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। এ সময় নির্বাহী নির্বাহী অফিসার মনোযোগ সহকারী কথাগুলো শুনেন এবং দ্রæত পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।