মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছমির মুন্সিরহাট বহুমুখি সমবায় সমিতি লিমিটেড (১৫৩/০৮) এর বার্ষিক সাধারণ সভা শনিবার রাতে স্থানীয় ড্রীম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের সঞ্চালনায় বার্ষিক সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্ঠা মোঃ শাহাহান চৌধুরী সেলিম, আহম্মদ উল্লাহ চৌধুরী, খন্দকার আবতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য রেজাউল হক সেলিম, হারুন উর রশিদ, রবিউল হক মনিক মেম্বার, এ্যাডভোকেট তৌফিকুজ্জামান, শাহাদাত আনচারী তিতুমীর, জহিরুল ইসলাম জহির, মহিন উদ্দিন নুরনবী পাটোরয়ারী প্রমুখ। সভার শুরুতে প্রয়াত সদস্যদের জন্য দোয়া ও মলিাদ মাহফিল অনুষ্ঠিত হয়।