জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ জয়পুরহাটে ভাদসায় বাসের ধাক্কায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত ১ জন আহত হয়েছে
জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক মারুফ হোসেন (২২) নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর ) দুপুরে জয়পুরহাট-বদলগাছি সড়কের জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পন্ডিতপুর এলাকায় এ দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন আপেল হোসেন (২১) নামে একজন। তাকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মারুফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে। আহত আপেল ভগবানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মারুফ ও আপেল দুই বন্ধু ভাদসা বাজার থেকে মোটরসাইকেলে করে পাহাড়পুরের দিকে যাচ্ছিলেন। সে সময় আপেল মোবাইল ফোনে কথা বলছিলেন। কিছুদুর যেতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকনিক বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আপেল হোসেনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে বাসটি জব্দ করেছে পুলিশ।