রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা শহরের জামান ইন হোটেল অ্যান্ড সুইটস্ হলরুম ভেন্যুতে ইএসডিও’র আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম ইএসডিও’র উদ্যোগে এবং ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার জামান ইন হোটেল অ্যান্ড সুইটস হলরুম ভেন্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী শিশুদের সমর্থন এবং সরকারী ও বেসরকারী উৎসসমূহ থেকে প্রতিবন্ধীদের সেবা প্রাপ্তির বিষয়ে লিঙ্কেজ করতেই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন-জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম ইএসডিও’র লালমনিরহাট অফিসের চাইল্ড ডিজেবিলিটি এন্ড সোশ্যাল মবিলাইজেশন অফিসার মোঃ জাহিদুল হক, আরবান কমিউনিটি মবিলাইজেশন ফেসিলেটর মোঃ আব্দুল হালিম, দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আরিফুজ্জামান, এফাদের নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন, কেপিকেএস এর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান প্রমুখ।