আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাবার সঙ্গে অভিমান করে নিমাই চন্দ্র দেব (১৭) আত্মহত্যা করে। বাড়ির কেই না থাকায় সবার অজানতে ঘরে গলাই রশি দিয়ে আত্মহত্যা করে। নিমায়ের বাবা বাজারে যায়, বাড়িতে ফিরে এসে নিমাইকে দেখতে না পেয়ে ডাকাডাকি করে না পেয়ে ঘরে গিয়ে দেখতে পাই নিমাই চন্দ্র দেব ঝুলন্ত অবস্থায় রয়েছে। নিহত নিমাই চন্দ্র দেব ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের কইপাড়া গ্রামের শুবাস চন্দ্র দেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিতা শুবাস চন্দ্র দেবনাথ ছেলেকে প্রেম জনিত কারণে বকাঝকা করলে সে আত্মহত্য করে। ঘটনা দিন সকালে মা উঠানে ধান শুকানোর বাহিরের যায়, বাবা বাজার থেকে সকাল ১১ টায় বাসায় ফিরে ঘরে দেখতে পায় ছেলের ঝুলন্ত লাশ। তার চিৎকারে এলাকার স্বজনেরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র নেয়া হলে কর্তবরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘোড়াঘাট থানার অফিসার ইর্নচাজ (ওসি) আজিমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়গুলো যাচাই-বাচাই কার্যক্রম চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।