শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪খ্রি. সোমবারঃ যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস।
১৬ ডিসেম্বর ২০২৪খ্রি. সোমবার সূর্যোদয়ের সাথে সঙ্গে মধুখালী মুক্তিযুদ্ধস্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন মধৃখালী উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার উদ্বোধন পরবর্তীতে আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেলের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মো.এরফানুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাহবুব ইলাহী,সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.খুরশিদ আলম ভুইয়াসহ প্রমুখ।
অপর দিকে দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালী করা হয়। র্যালী মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ থেকে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে বাজার প্রদক্ষিণ করে পাইলট বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।