প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ণ
ডোমারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
রবিউল হক , ডোমার ( নীলফামারী ) প্রতিনিধিঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবী ও জাতির মেধাবী সন্তানদের স্মরণে নীলফামারীর ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই ডিসেম্বর) ডোমার সরকারি কলেজ প্রাঙ্গনে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪’ উপলক্ষ্যে কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের ডোমার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ইমরান হাশমি, পৌর শাখার আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক ফাহিম ইসলাম প্রমুখ সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের আগে দেশকে মেধাশূণ্য করতে পাকবাহিনী, আলবদর, আলশামস ও রাজাকার কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন বক্তারা।
চিত্র প্রদর্শনীতে শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধকালীন হত্যার শিকার স্বাধীনতাকামী শ্রেষ্ঠ সন্তানদের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে আলোকপাত করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
Copyright © 2024 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.