সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৪১ Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর): সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে ও ১ দফা দাবিতে বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ম কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বিকেল ৬ টায় বিরল পৌরশহরের প্রাণকেন্দ্র বকুলতলা মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের গুরত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চলমান আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বলন করে পূণরায় বিক্ষোভ মিছিল ফিরে গিয়ে বকুলতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৬ টার অনেক আগে থেকে বিরল সরকারি কলেজ সংলগ্ন ফুটবল খেলার মাঠে অবস্থিত পুরাতন শহীদ মিনারে একত্রিত হতে থাকেন স্কুল-কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। থানা পুলিশের টহল এর কারণে স্থান পরিবর্তন করে বিরল পৌরশহরের প্রাণকেন্দ্র বকুলতলা মোড়ে বিকেল ৬ টায় বিক্ষোভ মিছিল বের করতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন সহযোগীদের নিয়ে মিছিলে বাঁধা প্রদান করলে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা তাকে সরিয়ে দিয়ে মিছিল নিয়ে পৌরশহরের গুরত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শেষে সমাবেশে বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জনি, হারুন প্রমূখ। বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে পরবর্তী সকল কর্মসূচি বিরলেও ঐক্যবদ্ধভাবে পালনের ঘোষণা দেন।

Share This

COMMENTS