বাঘায় প্রতিপক্ষের হামলায় নিহত আ.লীগ নেতা বাবুলের কুলখানি অনুষ্ঠিত
৮৪ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় একই দল সমর্থীত প্রতিপক্ষের হামলায় নির্মম ভাবে নিহত উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর রুহের মাগফিরাত কামনা করে কুলখানি ও (চেহেলাম) অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ আগষ্ট) দুপুরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও স্থানীয় সংসদ সদস্য-সহ হাজার হাজার মানুষ।
শনিবার বাদ জোহর কুলখানি উপলক্ষে পিতার পাশে শায়িত আশরাফুল ইসলাম বাবুলের কবর জিয়ারত, স্থানীয় চারটি মসজিদে মিলাদ মাহ ফিল ও কোরআন খতম শেষে গুড়ি-গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সকল রুমে প্রায় ১৫ হাজার মানুষকে ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই দায়িত্বে নিয়োজিত ছিল একই কালার গেঞ্জি পরিহিত প্রায় ১ হাজার স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) বাহিনী। উপজেলা আ.লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম, রাজশাহীর বাগমারা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড: আব্দুস সামাদ, দুর্গাপর উপজেলা চেয়ারম্যান শরিফুজ্জামান, চারঘাট উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সাল, সাধারণ সম্পাদক ইলিয়াস আরাফাত সৈকত, বাংলাদেশ প্রাথমিক শিক্ষাক সমিতির সভাপতি ও নিহত বাবুলের বড় ভাই প্রধান শিক্ষক আনজারুল ইসলাম-সহ স্থানীয় আ.লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লখ্য গত (২২ জুন) শনিবার বাঘার পৌর মেয়র আক্কাস আলীর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কর্মকান্ডের প্রতিবাদে সকাল ১০টায় বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে নিজের অপকর্ম ঢাকতে ঠিক একই সময়ে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে বাঘা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের দুর্নীতি ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেন আক্কাস আলী ও তার সমার্থকরা।
ঘটনার এক পর্যায় মানববন্ধন শুরু হওয়ার ঠিক ১৫ থেকে ২০ মিনিটের মাথায় আক্কাস-সহ তার বাহিনী ওই মানব বন্ধনে অতর্কিত হামলা চালাই। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত আশরাফুল ইসলাম বাবুল ঘটনার তিনদিন পর (২৬ জুন) বুধবার বিকেলে রামেক হাসপাতালের আইসিউতে মৃত্যু বরণ করেন।