
নগরীর তালতলা রোড দোকান কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের অর্ন্তভূক্ত রংপুর নগরীর তালতলা রোড দোকান কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে হাড়িপট্টিস্থ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাহেরুল ইসলাম।
রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, সহ-সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ জাহান, অর্থ সম্পাদক আখতার হোসেন পাশা, দপ্তর সম্পাদক রবি খান ও প্রচার সম্পাদক পলাশ খান।
সভা শেষে রোকনুজ্জামান মোঃ রোকনকে সভাপতি ও মোঃ মিলন মিয়াকে সাধারণ সম্পাদক করেন ১৩সদস্য বিশিষ্ঠ তালতলা রোড দোকান কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, সহ-সম্পাদক মোঃ শামছুল হক,
সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন মিয়া, অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক শ্রী বকুল চন্দ্র, প্রচার সম্পাদক মোঃ আল-আমিন, ক্রীড়া সম্পাদক ছাব্বির আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাদিম হোসেন, কার্য্যকরী সদস্য-শ্রী চন্দন কুমার রায়, নেহাল হোসেন ও জাহিদুল ইসলাম সান।
১০ বার ভিউ হয়েছে