
দিনাজপুরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহিলাদলের আলোচনা দোয়া ও খাবার বিতরণ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ; আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলাদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। জেলা মহিলাদলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোছাঃ হাসি আক্তার হীরা’র আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার (২ জুন) বাদ আছর দিনাজপুর শহরের ১১নং ওয়ার্ডের দপ্তরীপাড়া এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র নবনির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সলর মোছাঃ হাসিনা বেগম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল্লাহ, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদত হোসেনসহ বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং দপ্তরীপাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে র্ন্না করা বিতরণ করা হয়।
৬ বার ভিউ হয়েছে