শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

২৭২ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল রাতে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ৩৩জন শিক্ষার্থীদের নিয়ে একটি র্পূণাঙ্গ কমিটি প্রকাশ করে উপদেষ্টা পরিষদ। কমিটিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন সজলকে সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিবলী নোমানকে সাধারণ সম্পাদক ও রাকিব হাসান রাহাতকে সাংগঠনিক সম্পাদক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিতু সাহাকে দপ্তর সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব শীলকে কোষাধ্যক্ষ করা হয়।
এ বিষয়ে কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সজল জানান, গত ২০২১ সালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন কমিটির প্রথম যাত্রা শুরু করা হয়। মহামারি করোনা ভাইরাসে টিকা প্রদান সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয়ে লেখাপড়ার বিষয়ে ধারণা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তাও করা হয়েছে। এছাড়াও ধামইরহাটের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে, আসন্ন শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আবাবিল জানান, আগামিতে অসহায় দুস্থ পরিবারের পাশে দাড়ানোসহ নানান কার্যক্রম পালন করাসহ এলাকার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠনটি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আলোর মশাল বাহক হিসেবে সংগঠনটি এগিয়ে চলুক।

সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন সজল আরও বলেন, আমাদের ধামাইরহাট মফস্বল শহর হওয়ায় আমরা অনেক কিছুতে পিছিয়ে ছিলাম দীর্ঘদিন। বর্তমানে ধামইরহাটের শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকুক এবং সংগঠনের সকলের সহায়তা থাকবে।

সাধারণ সম্পাদক শিবলী নোমান বলেন, আমাদের সংগঠন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তা হলো সমাজের উন্নতি এবং শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা। আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিক্ষার্থীই তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাওয়ার অধিকার রাখে, এবং আমাদের সংগঠন সেই সুযোগটি তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রাহাত বলেন, আশা করি যোগ্যতম নেতৃত্বের মাধ্যমে এই সংঘটন সামনের দিকে আরো এগিয়ে যাবেএবং এই সংগঠনের হাত ধরে আমাদের প্রাণপ্রিয় ধামইরহাট উপজেলা আরো উন্নত হবে ইনশাল্লাহ।এই কমিটির প্রত্যেক সদস্যকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।

কোষাধ্যক্ষ সজীব শীল বলেন প্রতিবারের ন্যায় এবারো কমিটিতে যোগ্য শিক্ষার্থী এবং উপদেষ্টাদেরই স্থান হয়েছে। আশা রাখছি বিভিন্ন পদে থাকা সদস্যরা কমিটিকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সজীব করে তুলবে।

দপ্তর সম্পাদক রিতু সাহা বলেন আমাদের এসোসিয়েশন এর যাত্রা ২০২১ সালে স্বল্প পরিসরে শুরু হলেও বর্তমানে ধামইরহাট এর প্রতিটি কোণায় ছডিয়ে পড়েছে এবং বাংলাদেশের প্রায় ৪০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় ৩০ টিতে আমাদের সদস্য গণ রয়েছে। পরবর্তী প্রজন্মের যেকোনো প্রয়োজনে আমাদের এসোসিয়েশন এর প্রতিটি সদস্য গন সর্বদা এগিয়ে আসবে আশা করি। শুভকামনা সবাইকে।

Share This