শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ধামইরহাটে বিজিবির অভিযানে ১১০ বোতল ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ী আটক

ধামইরহাটে বিজিবির অভিযানে ১১০ বোতল ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ী আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অভিযানে মাদকদ্রব্যসহ ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হয়েছে।
১৪ বিজিবি’ র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম জানান, ৩১ মে দুপুর দেড়টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনস্থ পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খিজরুল এর নেতৃত্বে নিয়মিত টহল দল সীমান্ত পিলার ২৭৩/৩-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর পাড়া অভিযান পরিচালনা করে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জয়পুরহাট সদরের জগদিশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. খায়রুল ইসলাম (৩৮) কে আটক করে।
ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে, মামলা নং-৭৪, তারিখ-৩১ মে ২০২২।

২৩৮ বার ভিউ হয়েছে
0Shares