
নাচোলে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফরিপোটার ; চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪১’তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-২আসনের সংসদ সদস্য আলহাজ¦ আমিনুল ইসলামের বাসভবনে উপজেলা যুবদলের আহŸায়ক আশিক মাহমুদের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হোদা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহŸায়ক আজিম উদ্দীন ও গোলাম কবির, কসবা ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ আলী, ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুল ইসলাম, নাচোল ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম ও নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহম্মেদ। এসময় বিএনপি ও তার অংগ সংগঠনের উপজেলা, পৌর , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও করামুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।