শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ঋণের ভারে ভ্যান চালকের আত্মহত্যা

আদমদীঘিতে ঋণের ভারে ভ্যান চালকের আত্মহত্যা

৫০ Views

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন এনজিও সংস্থার ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নিল রতন মালি (৫০) নামের এক অটো ভ্যান চালক বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (২২অক্টোবর) ১২ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিল রতন মালি আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার সুরেশ চন্দ্র মালির ছেলে।
জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের দরিদ্র নীলরতন অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনি সংসারের সচ্ছলতা ফিরানোর জন্য বিভিন্ন এনজিও সংস্থা থেকে অনেক টাকা ঋণ গ্রহণ করেন। বর্তমানে সেই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাড়িতে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হন। এরপর তার স্বজনরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নেন। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তিনি মারা যান। ঘটনা তদন্তকারি কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Share This