শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রংপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

রংপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

রংপুর ব্যুরো: “ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুরেও বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে রংপুর মহানগীর রাধাবল্লভস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য শামীমা পারভীনের সঞ্চালনায় শুভেচ্ছা অডিও বক্তব্য রাখেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী, তিনি শুদ্ধাচার বই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা, মেডিটেশন সম্পর্কে ধারণা প্রদান করেন। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী মহাজাতক সংক্ষিপ্ত অডিও আলোচনা ও মেডিটেশন পরিচালনা করেন। একই সঙ্গে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়,কারমাইকেল কলেজ ও সরকারি বেগম রোকেয়া কলেজে দিবসটি উদযাপন করা হয়।এ সময় কোয়ান্টাম ফাউন্ডেশন সদস্য ও শুভানুধ্যায়ীগন উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকেল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি রংপুর জেলা কার্যালয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হয়। উল্লেখ্য, রংপুরসহ দেশের আটটি বিভাগে একই সময়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS