শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঁথিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সাঁথিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Views

জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “বীজ,সার,সেচ,যতœ,কৃষি উন্নয়নের মুলমন্ত্র”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে এবং আধুনিক প্রযুক্তি সমস্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার(২৪সেপ্টেম্বর)সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা সোপান মুক্তমঞ্চে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ ড.জামাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী।আরো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রিফাতুল হক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরওয়ার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ^াস,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ময়িা রানা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদী,তানজিলা ফেরদৌস প্রমুখ।

উল্লেখ্য,কৃষি প্রযুক্তি মেলায় ২৩টি স্টল অংশগ্রহন করে। আগামি ২৬ সেপ্টেম্বর(বৃহস্পতিবার)পর্যন্ত এ মেলা চলবে।

Share This

COMMENTS