রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাত্র ৮০ টাকা চুরির অপবাদ দিয়ে বন্দরে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

মাত্র ৮০ টাকা চুরির অপবাদ দিয়ে বন্দরে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

২৫ Views

স্টাফ রিপোর্টার:  নারায়ণগঞ্জের বন্দরে মাত্র ৮০ টাকা চুরির অপবাদ দিয়ে পল্টন(৩২)নামে এক মানসিক প্রতিবন্ধীকে প্রকাশ্যে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে থানার দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত পল্টন ওই এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে লিপি বেগম(৪৫)কে আটক করেছে। এ ব্যাপারে নিহতের বড় বোন নূরুন্নাহার সন্ধা বাদী হয়ে ধৃত লিপি বেগমসহ ১০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, নিহত পল্টন অতি সাধারণ একজন যুবক। মানসিক ভারসাম্যহীনতার কারণে সে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন লোকজনদের কাছে হাত পেতে জীবিকা নির্বাহ করতো। বৃহস্পতিবার সকাল ৮টায় পল্টন দড়ি সোনাকান্দা বাইতুল সালাত মসজিদের সামনে দিয়ে বাড়িতে যাওয়ার পথে বদমেজাজি খোকন মিয়া ও নাঈমসহ অন্যান্যরা মানসিক ভারসাম্যহীন যুবক পল্টনকে চোর আখ্যা দিয়ে মসজিদের সাথে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে লাঠিসোটা দিয়ে বেদম পিটিয়ে ডান হাত ও বাম পা ভেঙ্গে ফেলে। নির্যাতনের এক পর্যায়ে পল্টন অজ্ঞান হয়ে পরলে ওই সময় আরফিত, লিপি বেগম, ফয়সাল, জয়, শিপলু,আকিল রিজমনি ও হাম্বিয়া বেগমসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন মিলে পল্টনকে মসজিদের ২০০ গজ দূরে একটি পুকুরের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে। পরে মসজিদ সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে পূণরায় বেঁধে চোখে মরিচের ফাঁকি গুলিয়ে দেয়। এক পর্যায়ে রাস্তায় ফেলে প্রকাশ্যে পিটিয়ে হত্যা নিশ্চিত করে উল্লেখিতরা সটকে পড়ে। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান,  হত্যাকান্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

Share This

COMMENTS