শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামাতের মত বিনিময় সভা 

নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামাতের মত বিনিময় সভা 

৪১ Views
নাটোর প্রতিনিধি  নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত প্রায় ৩০ টি মন্দিরে সভাপতি-সেক্রেটারী সহ উপজেলার সনাতন ধর্মাবলম্বী সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্যের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
আজ দুপুরে বাগাতিপাড়া উপজেলা জামাতের উদ্যোগে গালিমপুরে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ষ কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নাটোর জেলা জামাতের আমির ডঃ মীর নুরুল ইসলাম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পুলক কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায়‌ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলার নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ ও সচিন মুখার্জি, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়,নাটোর জেলা কর্মপরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাগাতিপাড়া উপজেলার জামায়াতের আমীর এ কে এম আফজাল হোসেনে, উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুন্ডু সহ পুরোহিত সুকুমার মুখার্জি।
এ সময় আলোচকরা বলেন, সম্প্রীতির দেশ হিসাবে সারা বিশ্বে বাংলাদেশের যে সুনাম রয়েছে তা নষ্ট করার জন্য একটি মহল অবচেষ্টা চালাচ্ছে। ‌ সম্মিলিতভাবে এর প্রতিরোধ করা হবে।
Share This