শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালককে অপসারণের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালককে অপসারণের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

১৭৩ Views

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের প্রকল্প পরিচালক গুলজার আহমেদের অপসারণের দাবীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে মার্কেটের ব্যবসায়ী সমিতি। নানা অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাচারীতা, মিথ্যে মামলা দিয়ে দোকান মালিকদের হয়রানির প্রতিবাদে এই কর্মসূচীর আয়োজন করা হয়। গত মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুবউদ্দিন। রওশন মাহানামার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি সোহেল রানা, মার্কেটের মসজিদের ইমাম হাফেজ মাওলানা ময়নুল ইসলাম আল কাদেরী, সিনিয়র ব্যবসায়ী ও জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, সাবেক আহবায়ক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি আরশেদ আলো, মোস্তাফিজা রহমান শিলা, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন প্রমুখ। বক্তারা প্রকল্প পরিচালক গুলজার আহমেদের নানা অনিয়ম দূর্নীতি তুলে ধরে বলেন, নকশা বহির্ভুতভাবে মার্কেট নির্মাণ, দোকান ও পজিশন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য ও স্বজন প্রীতি এবং প্রতারণা, প্রতিশ্রুতিভঙ্গ, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা, অকৌশলের মাধ্যমে দোকান কুক্ষিগত করে ব্যক্তিস্বার্থ হাসিলসহ ১২ দফা দাবি জানান। মানববন্ধন শেষে ব্যবসায়ী সমিতির অফিসে সংবাদ সম্মেলন করে। এব্যাপারে সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদ বলেন, ব্যবসায়ীদের অভিযোগ গতানুগতিক। তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করছে। প্রকৃত বিষয়ে অচিরেই সংবাদ সম্মেলন করে জানানো হবে।

 

Share This