শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তায় অবরোধ ও বিক্ষোভ

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তায় অবরোধ ও বিক্ষোভ

১২০ Views

মোঃ হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার।।

রবিবার বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, খারাপ আচরণ সহ বিভিন্ন অভিযোগে তার পদত্যাগের দাবিতে দুপুর ১২ টা হতে ১টা পযন্ত ১ ঘন্টা কাহালু চারমাথায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষক আব্দুস ছালামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। শিক্ষার্থীদের অন্যান্য অভিযোগ গুলো হলো স্কুলে প্রাইভেট বন্ধ করতে হবে, স্কুলের উন্নতি নেই, সরকারি স্কুলে প্রশংসা পত্রের কেন টাকা নেওয়া হয়, বার্ষিক প্রতিযোগিতার টাকা আত্মসাৎ, গ্যারেজের খরচ কত এবং কি কাজে ব্যবহার করা হচ্ছে, অতিরিক্ত পরীক্ষার ফি কেন নেওয়া হয়, বিদায় অনুষ্ঠানের টাকা আত্মসাৎ, টয়লেট কেন অপরিষ্কার, ল্যাব কেন বন্ধ প্রতি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হয়,স্কুলের পুকুরের টাকা আত্মসাৎ, সরকারি হওয়ার পূর্বে নিয়োগ বাণিজ্য, নির্দিষ্ট বিষয়ে কোন ক্লাস শিক্ষক নেই এবং ফাইনের টাকা আত্মসাৎ। এ সময় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন জনসাধারণ। পরে কাহালু উপজেলা নিবাহি অফিসার মোছাঃ মেরিনা আফরোজ লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া আশ্বাস দিলে বিক্ষোভ অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Share This