শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের হাতের রং-তুলির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে শহরের  চিত্র 

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের হাতের রং-তুলির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে শহরের  চিত্র 

১৮ Views
এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :; শহর পরিষ্কার–পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থাপনার পর এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় বিভিন্ন দেয়াল লিখনি ও অপরিষ্কার দেয়াল পরিস্কার করে গ্রাফিক্স অংকনে নব সাজে সেজে উঠছে সিরাজগঞ্জ শহর। এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। এসব অংকনে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণের চাওয়া ও জানা-অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে উঠেছে। বিশ্ববিদ্যালয় ছাত্র মানবিক মুগ্ধের সেই ডাক, পানি লাগবে, পানি? বীর শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবিসহ বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।  মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বর, কালেক্টর স্কুলএন্ড কলেজের পিছনের দেয়ালে, পৌরসভা কার্যালয়ের সামনের দেয়াল, পদ্ম পুকুরপাড়, পৌর হকার্স মার্কেটের সামনের দেয়াল, ইলিয়ট ব্রিজ, মুক্তমঞ্চ, আদালত সড়কের বিভিন্ন দেয়ালে দেয়ালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এগুলো  অঙ্কন করতে দেখা যায়।শিক্ষার্থীদের রঙ তুলির আঁচড়ে করা ক্যালিওগ্রাফিক্সে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবার। রোদে এক হাতে রঙয়ের কৌটো, অন্যহাতে তুলি। মাথা বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম। তবুও চোখে-মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নীল, হলুদসহ নানা রঙে জল তুলির আঁচড়ে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি, আবার কেউ কেউ একে অপরকে পান করাচ্ছেন পানি। অনেকেই আবার দেখিয়ে দিচ্ছেন কোথায় কি রঙ, কোন ক্যালিওগ্রাফিক্স করবেন। সবার চোখে মুখেই যেন ছিল বিজয়ের হাসি। দেয়ালগুলোতে চোখ বুলিয়ে দেখা যায়, কোথাও শিক্ষার্থীরা লিখেছেন দেশাত্মবোধক গানের অংশ বিশেষ, কোথাও নাগরিক কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কোথাও বিদ্রোহী কবির সেই আগুন ঝরা কবিতা ‘বল বীর, বল বীর, বল উন্নত মম শির। আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করবো,তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,এ শহর আর কাঁদবে না, অন্যায় আর থাকবে না। শুধু তাই নয়, তাদের দেওয়াল লিখনীতে ঠাঁই পেয়েছিলো, রাজধানীতে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পানি দিতে গিয়ে শহীদ হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র মানবিক মুগ্ধের সেই ডাক, পানি লাগবে, পানি? সেইদিন অর্থাৎ গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন পানির কেস হাতে নিয়ে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন, তখন আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে একটি গুলি মুগ্ধর কপালে লাগে। মুহূর্তেই সেই বুলেটে নিঃশেষ হয় তার জীবন। এমন সব লেখা। শিক্ষার্থীদের এ কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে তারা উচ্ছ্বাস নিয়ে বলে উঠলেন, দেশটা আমাদের সবার ভাই। দেশ যেহেতু আমরা স্বাধীন করেছি সেহেতু এ দেশের প্রতিটি স্থাপনা রক্ষা ও এসবের সৌন্দর্য বর্ধনের  দায়িত্বও আমাদের। এখন থেকে আগের সবকিছু ভুলে আমাদের নব উম্মাদনায় দেশ গড়তে হবে। দেশের হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আসলাম নামের এক শিক্ষার্থী  বলেন, এতদিন খাতায় অঙ্কন করেছি। আজ শহরের দেয়ালে দেয়ালে করছি তাও আবার দ্বিতীয় স্বাধীনতার কাজ। দেশের স্বার্থে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে ।
শিক্ষার্থী শারমিন খাতুন  বলেন, সারাদেশের সাথে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে সিরাজগঞ্জেও আমরা গ্রাফিক্স ও দেয়াল লিখনের কাজ করছি। এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইদের ওপর যে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়টিই  ফুটিয়ে তোলা হচ্ছে। কয়েকজন শিক্ষার্থীর  আরো  বলেন, আমরা দেশের কাজে নিজেকে অংশীদার করতে পেরে ভাগ্যবান মনে করছি। সবাই স্বার্থ ত্যাগ করে দেশটাকে ভালোবাসলে এ দেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। পথচারী সিরাজুল ইসলাম  বলেন, এ যেন নতুন এক দেশকে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ শহরকে নতুন নতুন লাগছে। তরুণদের হাতে গড়া এ দেশ যেন কোন অপশক্তি গ্রাস করতে না পারে। সবাই এগিয়ে আসলে দেশও এগিয়ে যাবে। জেলার বিভিন্ন স্থানে গ্রাফিক্স অঙ্কনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে সাধুবাদ জানাই।
Share This

COMMENTS