শনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করায় হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি 

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করায় হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি 

৮৬ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট  বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায় শিক্ষার্থীদের  তোপের মুখে পড়ে তার রুমে  সরাসরি প্যান্টের চেইন খুলে অশালীন  অঙ্গ ভঙ্গী করেন  আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে। এ নিয়ে জেলা জুড়ে বইছে নিন্দার ঝড়। সোমবার (১২ আগস্ট) বিকেলে  আন্দোলনকারী শিক্ষার্থীরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবীতে কর্মসূচি পালন করেন। পরে আন্দোলনকারীদের তোপের মুখে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়কে ওএসডি করেন স্বাস্থ্য অধিদপ্তর।  মঙ্গলবার(১৩ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন  সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা  মোঃ হুমায়ুন কবির।  এর আগে সোমবার (১২ আগস্ট)  সকালে শিক্ষার্থীরা হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন।  এসময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অসংগতি দেখা দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে  গিয়ে এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে তত্ত্বাধায়ক  এসময় উত্তেজিত হয়ে   অশালীন ভাষায় গালাগাল করেন এবং এক পর্যায়  প্যান্টের চেইন খুলে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। পরে আন্দোলনকারীদের তোপের মুখে হাসপাতালের ওই তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়কে  ওএসডি করে বরিশাল হেলথ টেকনোলজি ইনস্টিটিউট (আইএইচটি) তে  সংযুক্ত করা হয়
Share This

COMMENTS