মঙ্গলবার- ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ English Version

ফুলবাড়ীতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে প্রতিবন্ধী ধর্ষণের আসামী আটক

ফুলবাড়ীতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে প্রতিবন্ধী ধর্ষণের আসামী আটক

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি :; ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির পানিকাটা মালিপাড়া গ্রামে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষনের পলাতক আসামী পরিতোষ চন্দ্র কে আটক করেন। গতকাল শনিবার দুপুর ১২টায় দিনাজপুর র‌্যাব-১৩ ও ফুলবাড়ী থানার পুলিশ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির পানিকাটা মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষনের আসামি মৃত অপিন চন্দ্র রায়ের পুত্র পরিতোষ চন্দ্র (৪২) কে আটক করেন। ২১/০৩/২০২৫ইং তারিখে মোঃ ইদ্রিস আলীর কন্যা রিক্তা মনি (১২) কে ধর্ষণ করেন। এই ঘটনায় রিক্তা মনির পিতা মোঃ ইদ্রিস আলী বাদি হয়ে গত ২২/০৩/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় নারী ও শিশু সংশোধন ২০২০ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৫।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS