শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুরে সমবায় কার্যক্রম বিস্তৃতিকরণ প্রকল্পের চেক বিতরণ

মেহেরপুরে সমবায় কার্যক্রম বিস্তৃতিকরণ প্রকল্পের চেক বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে সমবায় কার্যক্রম বিস্তৃতিকরণ প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১শ জন উপকার ভোগীদের মাঝে ১ কোটি ৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আলম সিদ্দিকী,সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস , জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা,গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী,পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বন কর্মকর্তা জাফরুল্লাহ, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

৩২ বার ভিউ হয়েছে
0Shares