শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
শার্শা (যশোর) প্রতিনিধি \ শার্শায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত। আজ ১৫ ডিসেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকায় উলাশি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলাশী ইউনিয়নের উদ্যোগে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়,উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান তিনি বলেন ব্যবসায়ীদের সৎ দক্ষ ও যোগ্য হতে হবে, কারণ ব্যবসা আলাহ রাব্বুল আলামীন হালাল করেছেন এবং সৎ ব্যবসায়ীরাই পারে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে, উলাশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল খায়ের এর পরিচালনায় এবং উলাশী ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ শের শাহ এর সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পশ্চিম জেলা মজলিসের সদস্য উপজেলা সাংগঠনিক সেক্রেটারি জনাব মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মিয়ারাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির , মাওলানা ওয়ালিদ হাসান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডাক্তার দ্বীন ইসলাম প্রমুখ, এছাড়া উলাশী ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী ডাক্তার, শিক্ষক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।